১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২রা এপ্রিল, ২০২৩ ইং

পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালী ও আলোচনা সভা

মোঃ রাসেল আহাম্মেদ, এনবি ডেস্ক:

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের লোকনাথ দিঘীর টেংকের পাড় থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে স্থানীয় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের প্রিন্সিপাল এ,এস,এম শফিকুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

সভায় বক্তারা বলেন, জনকল্যাণে সকল সেবা নিশ্চিত করতে সরকারের প্রতিটি সেক্টর আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com