Advertisement

কসবায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রকৌশলীর

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯৪।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রেনের ধাক্কায় এক প্রকৌশলী নিহত হয়েছেন। সোমবার রাত ৭টার দিকে কসবার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আসাদ (৩২)। নিহত আসাদ কুমিল্লার দাউদকান্দি সুন্দরপুর এলাকার সেলিম মিয়ার ছেলে। তিনি নির্মাণ প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশন অ্যান্ড কোং লিমিটেডের প্রকৌশলী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার জানান, সন্ধ্যার দিকে আসাদ মোবাইলে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় চকচন্দ্রপুর এলাকায় ঢাকাগামী মালবাহী একটি ট্রেন আসাদকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com