Advertisement

সরাইলে হত্যার ঘটনায় ১২জন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৩।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৩ এপ্রিল উপজেলার শাহজাদাপুর গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কামাল মিয়াকে (৫৫) হত্যার ঘটনায় ১২জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে র‌্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি দল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে র‌্যাব-৯-এর সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়। নিহত কামাল মিয়া শাহাজাদাপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শাহজাদাপুর গ্রামের বলু মিয়ার ছেলে মাসুক মিয়া-(৪০), একই এলাকার ছোলমান শিকদারের ছেলে কাসেম শিকদার-(৪০), ছারু শিকদার (৩৫), নান্নু মিয়ার ছেলে অহিদ মিয়া-(৪৫), ছুর রহমানের ছেলে শাহদত খাঁ-(৪০), মৃত মিয়া বালীর ছেলে খোকন মিয়া-(৪০), শানু মিয়া-(৩৮), সুজন মিয়া-(৩২), মৃত ছুর রহমানের ছেলে সুজন মিয়া-(৪০), মৃত জলফু মিয়ার ছেলে বিল্লাল মিয়া- (৪০), মোজাম্মেল সরকারের ছেলে নছরু সরকার- (৩৬) ও মৃত বলু মিয়ার ছেলে ছাদেক-(৩৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৩ এপ্রিল শাহজাদাপুর গ্রামের দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কামাল মিয়া খুন হন। এ ঘটনায় গত ১৫ এপ্রিল নিহতের ছেলে তোফায়েল মিয়া বাদী হয়ে ১১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫০/৫৫ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি হত্যা মামলা করেন (মামলা নং- ২২/৮৯)। চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি অভিযানিক দল মামলার এজাহারভুক্ত ১২জন আসামীকে গ্রেপ্তার করে। পরে আসামীদেরকে সরাইল থানায় হস্তান্তর করা হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com