Advertisement

সরাইলে বাবা মায়ের তিক্ত সম্পর্ক, অভিযোগ নিয়ে থানায় শিশু সন্তান

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৪।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাবা-মায়ের মধ্যে নিয়মিত ঝগড়া সইতে না পেরে ছয় বছরের শিশু সন্তান থানায় হাজির হয়ে অভিযোগ জানায়। রবিবার (২৮ এপ্রিল) বেলা দুইটার দিকে সরাইল থানায় উপস্থিত হয় শিশু সিয়াম। থানায় বসেই তার কথা শুনেন ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম।

সরাইল উপজেলার প্রাতবাজার নামে এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সিয়াম।

জানা গেছে, খুব সাধারণ বিষয় নিয়ে সিয়ামের বাবা-মায়ের মধ্যে নিয়মিত ঝগড়া লেগেই থাকে। ছয় বছরের শিশু সিয়ামের কাকুতি মিনতিও বাবা-মায়ের ঝগড়া থামাতে পারে না। এমনকি তার চোখের সামনেই মাদকাসক্ত বাবা প্রায়ই মাকে মারধর করে। এসব সহ্য হয়নি সিয়ামের। অবশেষে থানায় হাজির হয় সিয়াম। খোঁজে বের করে থানা অফিসার ইনচার্জকে (ওসি)। পুলিশ তাকে চেয়ারে বসিয়ে অভিযোগ শুনেন।

বিষয়টি সমাধানে এস.আই জয়নাল আবেদীন, এএসআই সাইফুল ইসলাম তাৎক্ষনিকভাবে শিশুটিকে নিয়ে তার বাড়িতে যান। ডেকে পাঠান তার বাবাকে। একই সাথে বাড়িতে থাকা তার মাকেও থাকতে বলেন। পরে সিয়ামের উপস্থিতিতে বাবা-মাকে আর ঝগড়া না করার অঙ্গীকার করানো হয়। শিশু সিয়াম তার বাবা-মায়ের প্রতি অভিযোগ আনার পাশাপাশি এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পুলিশের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুরে হঠাৎ করেই শিশুটি এসে থানায় হাজির হয়। সে তার বাবা মায়ের প্রতি বিরক্ত প্রকাশ করে ও নানা অভিযোগ করে। তার কথা শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। সিয়ামের বাবা মা জানিয়েছে তার আর কখনো ঝগড়া করবে না। এতে সিয়ামও বেশ খুশি হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com