১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

আখাউড়ায় ট্রাক চাপায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে আয়েশা আক্তার-(২) নামে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আয়েশার মা মুক্তা বেগম এবং ফুফা আলমগীর আহত হয়।

শনিবার দুপুর ১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়েশা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাট গ্রামের ওমর ফারুকের মেয়ে।

হাসপাতালে আহতরা জানান, গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকসাযোগে আয়েশার বাবা ওমর ফারুক, মা মুক্তা বেগম ও ফুফা আলমগীরসহ পরিবারের ৫ সদস্য কসবা উপজেলায় চারগাছ গ্রামে যাওয়ার পথে দুপুর ১টার দিকে আখাউড়া উপজেলার ধরখার এলাকায় পৌছলে দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকসাটি পাশের খাদে পড়ে যায়। এতে শিশু আয়েশা আক্তার, আয়েশার মা মুক্তা বেগম ও ফুফা আলমগীর গুরুতর আহত হয়।

আহতস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com