১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

নতুন বছরের প্রথম দিনে জেলায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

নতুন বছরের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ঐতিহ্যবাহী অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বেসরকারী বিদ্যালয়গুলোতেও বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সকালে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে পৌর মেয়র মিসেস নায়ার কবির এই কার্যক্রম শুরু করেন।

জেলায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ২৪ লাখ ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৪২ লাখ ৬০ হাজার ৮শ বই দেয়া হবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com