১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

আওয়ামীলীগ নেতা শাহআলম সরকার আর নেই

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডার বাসিন্দা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহআলম সরকার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি ব্রেইন টিউমার অপারেশন শেষে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

সোমবার বাদ জোহর মধ্যমেড্ডা স্কুল মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে পূর্বমেড্ডা কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

নামাজে জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহআলম সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

 

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com