১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

২৪ কেজি গাঁজাসহ আটক ২, পিকআপ ভ্যান জব্দ

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় গাঁজাবহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোল প্লাজার থেকে তাদের কে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শেরপুর জেলার সদর উপজেলার কসবা কাচারীপাড়ার মোঃ কাকন মিয়া-(৪০), একই উপজেলার গৌরীপুর গ্রামের মোঃ আজমত আলী- (৩৫)।

র‌্যাব-১৪-জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সোমবার দুপুরে আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় একটি পিকআপ ভ্যান আটক করে।

পরে পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com