১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বিজয়নগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আখাউড়া-চান্দুরা সড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হানিফ মিয়া(৩৫)নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) সকালে  বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকায় এঘটনা ঘটে। নিহত হানিফ ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।

দুর্ঘটনায় আহত হয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের মো. মোসলেম মিয়ার মেয়ে শেফালী আক্তার (২৫) ও একই এলাকার মো. মাহবুব মিয়ার ছেলে মো. ইসহাক (২৮)। ওই দুইজনই আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. নিয়ামুল হক ভূঁইয়া নিহতের মৃত্যুর বিষটি নিশ্চিত করেছেন।

বিজয়নগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম জানান,অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com