স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশ। মঙ্গলাবার উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামুড়া গ্রামের একটি আম বাগান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আবু শামার ছেলে মুছা মিয়া (৪০) ও ইউসুফ মিয়ার ছেলে ইসমাইল (২৫)।
আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কচুয়ামুড়া গ্রামের একটি আম বাগান থেকে এজাহারভুক্ত দুই আসামীকে আটক করা হয়েছে।
দুইজন ডাকাতি প্রস্তুতি মামলার এজাহার নামীয় আসামী। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। দুইজন পাহাড়পুর এলাকার মিজান ডাকাত গ্রুপের ডাকাত দলের সদস্য বলেও জানান ইনচার্জ।