৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

শিক্ষার্থী ধর্ষকের বিচার চেয়ে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

 মোঃ রাসেল আহাম্মেদ,এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ঘাটুরায় ৮ বছরের শিশু শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় গ্রেফতারকৃত ধর্ষক কাজী পাপেলের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে ঘাটুরা বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও ঘাটুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহন করেন।

এতে বক্তব্য রাখেন সুহিলপুর ইউপি সদস্য মহসিন খন্দকার, নির্যাতিত শিশুর চাচা কাজী জমির আলীসহ স্থানীয়রা।

এ সময় বক্তারা গ্রেফতারকৃত ধর্ষক পাপেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে কেউ সাহস না পায়। পরে ধর্ষকের ফাঁসির দাবীতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট দুপুরে ঘাটুরা গ্রামের আনু মিয়ার বাড়িতে দুধ নিয়ে গেলে কাজী আনু মিয়ার ছেলে কাজী পাপেল শিশুটির মুখ চেপে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com