১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

কসবায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

এনবি প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোনারগাঁও বাজারে স্থানীয় গ্রামবাসী এ মানববন্ধন করে।এতে বক্তব্য রাখেন আবুল হোসেন, আব্দুল খালেকসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু আব্দুল্লাহ এই গ্রামের আব্দুর রহিমের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন।

তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তার লোকজন গত কয়েকদিন পূর্বে আব্দুর রহিমের বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দেয় এবং বিভিন্ন ফলদ গাছ কেটে দেয় ও বাড়ির লোকজনদের মারধর করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না।

ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ অংশ নেয়। এ সময় বক্তারা দ্রুত আবু আব্দুল্লাহ ও তার সহযোগীদের আইনের আওতায় এনে বিচারের দারী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com