১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

আহমদিয়াদের ইজতেমা বন্ধের দাবিতে  শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

এনবি সংবাদঃ আগামী ২২ ফেব্রুয়ারি পঞ্চগড় জেলায় অনুষ্ঠিতব্য আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) ইজতেমা বন্ধ ও তাদেরকে অ-মুসলিম ঘোষনার দাবিতে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদ।
গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
বিক্ষোভ মিছিল শেষে পৌর এলাকার কাউতলী মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুর রহিম কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক, মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা আগামী ২২ ফেব্রুয়ারী পঞ্চগরে অনুষ্ঠিতব্য কাদিয়ানীদের ইজতেমার নামে সমাবেশ বন্ধ ও অমুসলিম ঘোষনার জন্য সরকারের কাছে দাবি জানান। এ ঘটনায় দায়ী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগও দাবি করেন বক্তারা। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেয়া হয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com