Advertisement

রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি ক্লাবে যোগ দিচ্ছেন করিম বেনজেমা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩৫৮।

খেলা ডেস্ক,

 

সৌদি আরবের প্রো লিগে বসতে যাচ্ছে তারার মেলা। ক্রিশ্চিয়ানো রোনালদো আগেই চলে গেছেন আল নাসরে। লিওনেল মেসি এবং সোর্হিও রামোসকে নিয়েও চলছে চরম গুঞ্জন। এবার আরেক গুঞ্জন নাকি সত্যি হতে চলেছে, শোনা যাচ্ছে দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিচ্ছেন ফরাসি তারকা করিম বেনজেমা। সম্প্রতি সৌদির ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব পান বেনজেমা। সেটি নিশ্চিত করেন ইতালির ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

তিনি জানান, বছরে ২০০ মিলিয়ন ইউরোতে আল ইত্তিহাদে যোগ দিচ্ছেন বেঞ্জেমা। সৌদি ক্লাবের সাথে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ থাকবেন ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে রিয়াল মাদ্রিদের সমর্থকদের বিদায় জানাবেন বেনজেমা।

রিয়াল মাদ্রিদে ১৪ বছর কাটানোর পর নতুন ক্লাবে পারি দিচ্ছেন বর্তমান ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ করিম বেনজেমার ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, ‘রিয়াল মাদ্রিদ ও আমাদের অধিনায়ক করিম বেনজেমা রিয়াল ক্লাবের একজন খেলোয়াড় হিসেবে নিজের উজ্জ্বল ও অবিস্মরণীয় সময় শেষ করতে সম্মত হয়েছেন। সেই সাথে ক্লাবে করিম বেনজেমার ক্যারিয়ার আচরণ, পেশাদারিত্বের উদাহরণ এবং আমাদের ক্লাবের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেছেন।’

২০০৯ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দেন করিম বেনজেমা। ইতিহাসের সেরা একজন খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। রিয়ালের জার্সিতে খেলে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগাসহ মোট ২৫টি ট্রফি জিতেছেন বেনজমা। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৪৭টি ম্যাচে বেনজেমা গোল করেছেন ৩৫৩টি।

 

এনবি/এনজেএন

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com