Advertisement

৬৫ বছরের পুরোনো শাড়ি দিয়ে তৈরি পোশাকে প্রিয়াঙ্কা চোপড়া

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩০৩।

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ও হলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নিক। প্রিয়াঙ্কা-নিকের সংসার জীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের কমতি নেই। প্রিয় এ তারকা দম্পতির সংবাদের জন্য সবসময় মুখর হয়ে থাকেন তাদের ভক্তরা। এবার ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে, বিয়ের পরে এই প্রথম ভারতে এসছেন নিক জোনাস। সেজন্য অনুষ্ঠান উদযাপনের পাশাপাশি বলিউড সফরটিও সেরে ফেলছেন এই দম্পতি।

ভারতের সর্বোচ্চ ধনী পরিবার মুকেশ আম্বানিরি পরিবার। ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর ২ দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দিতে এসে বলিউডে সফর সেরে ফেলেছেন এ দম্পতি। অনুষ্ঠানের সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের সাথে শেয়ার করে নেন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কা চোপড়া মানেই ফ্যাশনের এক অনন্য নাম। বরাবরই বিভিন্ন পোশাকের মাধ্যমে তিনি প্রমাণ করেন, কেনো তিনি সবার থেকে আলাদা। এমনকি বাদ যায়নি ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর অনুষ্ঠানেও। ছবি শেয়ার করার সাথে সাথে প্রিয়াঙ্কা ভাগ করে নিলেন নিজের পরা পোশাকের খুঁটিনাটি বিষয়।

প্রিয়াঙ্কা তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এ পোশাকে তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের মিশেল চেয়েছিলেন। কারণ প্রিয়াঙ্কা মনে করেন, এই ধরনের পোশাক তার ব্যক্তিত্বের সাথে বেশ মানাসই। এই কারণে একটি বিশেষ সংস্থাকে নিজের পোশাকের দায়িত্ব দিয়েছিলেন প্রিয়াঙ্কা।

‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এ দ্বিতীয় দিন প্রিয়াঙ্কা যে গাউনটি পরেছিলেন, সেটি একটি শাড়ি দিয়ে তৈরি করা গাউন। প্রায় ৬৫ বছর পুরনো একটি বেনারসি পাটোলা শাড়ি দিয়ে তৈনী করা হয়েছে এ গাউনটি।

গাউনের সাথে মানানসই হিরা ও মুক্তার গয়নাও পরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।এমনকি পায়েও মানানসই রঙিন পেনসিল হিল জুতো দিয়ে নিজের সাজ সম্পূর্ণ করেছিলেন তিনি। মেয়ে মালতী জীবনে আসার পর নতুন অধ্যায় শুরু করার পরে এই প্রথম ভারতে এলেন প্রিয়াঙ্কা জোনাস।

এনবি/এনজেএন

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com