Advertisement

ঘুরে দাঁড়াচ্ছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ২৭৩।

বিনোদন ডেস্ক

বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের কিসি কা ভাই কিসি কি জান সিনেমা নিয়ে বহু দিন ধরেই আলোচনা চলছিল। সালমান খান অভিনীত শেষ দুটি সিনেমা ‘রাধে’ এবং ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়। সেজন্য এ সিনেমার বক্স অফিসের ফলাফলে নির্ভর করছে সালমান খানের হাসি।

গত শুক্রবার সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। ইতোমধ্যেই সিনেমাটি দর্শকের হৃদয় কেড়ে নিয়েছে। এর জেরেই ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সালমান খান। টুইটারে নিজের একটি ছবি পোস্ট করে ভাইজান লেখেন, আপনাদের ভালোবাসা আর সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।

মুক্তির দিন তেমন দুর্দান্ত হয়নি। প্রথম দিন সালমান খানের কিসি কা ভাই কিসি কি জান মাত্র ১৫ কোটি ৮১ লাখ রুপি আয় করেন। তবে শনিবার দ্বিতীয় দিনে এক লাফে বেড়ে যায় কিসি কা ভাই কিসি কি জান, বক্স অফিসে আয় করে ২৫ কোটি ৭৫ লাখ রুপি। এবং তৃতীয় দিনে ঘুরে দাড়ায় সিনেমাটির কালেকশন, আয় করে ২৫-২৭ কোটি রুপি।

পুরো বিশ্বজুড়ে এখন পযন্ত সালমান খানের কিসি কা ভাই কিসি কি জান সিনোমা ১০০ কোটি রুপির বেশি আয় করেন। ঈদে দলে দলে সিনেমা হলগুলো কানায় কানায় ভরিয়ে দিচ্ছেন সালমান খানের অনুরাগীরা। দর্শকরা মনে করছেন দিন দিন এ সিনেমাটির আয় আরও বাড়বে।

কিসি কা ভাই কিসি কি জান সিনেমাটি পরিচালনা করেন ফরহাদ সামজি। সিনেমাতে সালমান খান ছাড়াও অভিনয় করেন ডাগ্গুবাতি ভেনকাটেশ, জাগাপতি বাবু, পূজা হেগড়ে, শেহনাজ গিল, ভূমিকা চাওলা প্রমুখ।

সিনেমাতে ক্যামিও করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণ।

এনবি/এনজেএন

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com