Advertisement

মান্নাতে ভক্তদের ঈদ শুভেচ্ছা জানালেন পাঠান

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩৪৩।

বিনোদন ডেস্ক

এবারের ঈদে মান্নতের ছাদে ‘পাঠান’ ভঙ্গিতে দেখা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। শনিবার ঈদের দিন তার জনপ্রিয় বাড়ি মান্নাতের সামনে নেমেছিল ভক্তদের জনসমুদ্র। এ সময় ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন শাহরুখ খান।

ঈদের দিন বলিউড বাদশাকে এক নজর দেখতে ভিড় জমে যায় মান্নতের সামনে। জানা যায়, শনিবার (২২ এপ্রিল) সকাল থেকেই মান্নতের সামনে ভক্তরা জমতে শুরু করে। এর ফলে ঈদের দিন সকাল থেকেই মান্নাতের সামনে পুলিশ মোতায়ন করা হয়।

অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন বলিউড বাদশাহর ভক্তরা। ঈদের চাঁদের মতোই কিং খানকে দেখার জন্য গরমকে উপেক্ষা করে দাড়িয়ে থাকেন ভক্তরা।

এ সময় হাত নেড়ে ভক্তদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শাহরুখ। দুই হাত খুলে এসআরকে স্টাইল দিতেও দেখা যায় পাঠানকে। ভক্তদের নিরাশ করেননি বলিউডের পাঠান।

চার বছর রূপালি পর্দা থেকে অনেকটাই দূরে থেকেছেন শাহরুখ খান। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে চিরচেনা রুপ বাদশার মত রুপালি পর্দায় ফিরে আসেন শাহরুখ। শাহরুখের পরবর্তী সিনেমা ‘জওয়ান’ এর অপেক্ষায় প্রহর গুনছেন ভক্ত অনুরাগীরা। আগামী জুন মাসে মুক্তি পাবে ‘জওয়ান’সিনোমা।

এমনকি চলতি বছরের শেষের দিকে শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমা মুক্তির পাওয়ার কথা রয়েছে।

এনবি/এনজেএন

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com