বিনোদন ডেস্ক
বলিউড সুপারস্টার সালমান খান যিনি গোটা বিশ্বজুড়ে অভিনয় আর আকর্ষণীয় ফিগার দিয়ে কোটি ভক্তের মন জয় করেছেন। সালমান খান তার দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’র মাধ্যমে সমাজের পিছিয়ে পরা মানুষদের সাহায্য করেন। তার দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’ বিশ্বের ১৫টি দেশে ১৫০টির ও বেশি আউটলেট পরিচালনা করছে। বাংলাদেশেও ‘বিয়িং হিউম্যান’-এর শাখা রয়েছে।
‘বিয়িং হিউম্যান’ ঢাকায় আউটলেট খোলে গত বছরের সেপ্টেম্বরে। সেবার আউটলেটটি উদ্বোধন করেন তারই ছোট ভাই বলিউড স্টার সোহেল খান। এবার ‘বিয়িং হিউম্যান’র নতুন শাখা উদ্বোধন করতে ঢাকায় এসেছেন সালমানের মেজ ভাই আরবাজ খান। বাংলাদেশে নতুন আরও দুটি আউটলেট চালু করছে এই প্রতিষ্ঠান। এর একটি ধানমন্ডির ১৬ নম্বর রোডে, অন্যটি চট্টগ্রামের খুলশিতে জাকির হোসেন রোডে।
শুক্রবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে ধানমন্ডিস্থ শাখায় হাজির হন আরবাজ। এরপর হাত তুলে শুভেচ্ছা জানান পুরো ঢাকাবাসীকে এবং বাংলায় বলেন, আমি তোমাকে ভালোবাসি।
এদিকে উদ্বোধন উপলক্ষে ধানমন্ডি আউটলেটে প্রথম ভাগ্যবান ২৫ জন ক্রেতাকে সালমান খানের ব্রেসলেট এবং চট্টগ্রামে প্রথম ভাগ্যবান ২৫ জনকে তার অটোগ্রাফসহ ক্যাপ উপহার দেওয়া হবে।
বক্তব্যের এক পর্যায়ে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত পোশাক ব্যবসায়ীদের সালমানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’ সহায়তা করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আরবাজ বলেন, ‘বিয়িং হিউম্যান’ প্রতিষ্ঠানের আমি কেবল একজন প্রতিনিধি হিসেবে এসেছি। এর মূল দায়িত্বে রয়েছেন ভাই সালমান খান ও বোন অর্পিতা। বঙ্গবাজারের বিষয়টি দুজনের সাথে আলাপ করবেন বলেও জানান তিনি।
সালমান খানের মেজ ভাই আরবাজ খানও বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। আরবাজ ‘দাবাং’, ‘কিস কিসকো পেয়ার কারু’, ‘ফ্রিকি আলি’, ‘লাভযাত্রি’, ‘দাবাং থ্রি’ সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। এছাড়াও তিনি একজন প্রযোজক ও পরিচালক।
উল্লেখ্য, বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের ‘বিয়িং হিউম্যান’ নামের প্রতিষ্ঠান রয়েছে। ‘বিয়িং হিউম্যান’ বিশ্বের ১৫টি দেশে ১৫০টির বেশি আউটলেট পরিচালনা করছে।
এনবি/এনজেএন