১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

যাত্রীবাহি চলন্ত বাসে আগুন

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাতে কুমিল্লা- সিলেট মহাসড়কে সদর উপজেলার বেতবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে চারজন যাত্রী আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় মহাসড়কে প্রায় ৪০ মিনিটি যান চলাচল বন্ধ ছিল।

সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ মোহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারনে ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ইঞ্জিন ওভার হিট হওয়ার কারনে গাড়ির পিছনের অংশে আগুন লেগেছে।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথিমধ্যে বিশ্বরোড মোড় অতিক্রম হওয়ার পরই আগুনের সূত্রপাত্র ঘটে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com