![](https://newsbrahmanbaria.com/wp-content/uploads/2021/06/yvK-KZWe.jpg)
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাজীপাড়ায় একটি সড়কের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে কাজীপাড়া দরগা উত্তর পাড়া এলাকার সড়কটির ঢালাই কাজের উদ্বোধন করেন মেয়র নায়ার কবীরের পক্ষে স্থানীয় কাউন্সিলর ও পেনেল মেয়র ৩ মীর মোঃ শাহীন।
এ সময় তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিতে বর্তমান পৌর পরিষদ আন্তরিকতার সাথে কাজ করছে। এরই ধারাবাহিকতায় জন সাধারণের চলাচলের সুবিধায় কাজীপাড়া মহল্লার গুরুত্বপূর্ণ এই সড়কটির কাজ চলছে। দ্রুত এই কাজ শেষ হলে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি সুন্দর ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে পৌর পরিষদের পাশাপাশি জনগনকেও সচেতন হবার আহবান জানান।
এ সময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা নিকাশ চন্দ্র মিত্র, উপসহকারী প্রকৌশলী সুমন দত্ত, সোহেল ভূইয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানা বেগম , সাংবাদিক আরিফুর রহমান আরিফসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ঢালাই কাজ উদ্বোধনের আগে দোয়া পরিচালনা করেন মোঃ আরিফ মিয়া।