Advertisement

প্রধানমন্ত্রীর জন্মদিনে ব্রাহ্মণবাড়িয়াকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষনা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৪৫।

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়াকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষনা করা হয়েছে।

আজ সোমবার সকালে শহরের আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ভিক্ষুক পুনর্বাস ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ৫১ জন ভিক্ষুকের নাম তালিকাভূক্ত করে তাদের প্রত্যেককে নগদ ২৫ হাজার টাকা, ২ কেজি চাল প্রাথমিকভাবে দেয়া হয়।

সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যান মন্ত্রণালয় ও শহর সমাজ সেবা প্রকল্পের আওতায় এই কার্যক্রম গ্রহন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মাসাদুল হাসান তাপস।

সভায় প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে প্রত্যেক ভিক্ষুককে ঘর নির্মাণ করে দেয়া হবে বলে জানানো হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com