৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

 আখাউড়া সীমান্ত এলাকা থেকে মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোঃ নাজু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার মিনারকুট গ্রামের ভারত সীমান্তবর্তী একটি বিল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

সে উপজেলার মনিয়ন্দ গ্রামের বাসিন্দা হোসেন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ছয়-সাতটি মাদকের মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২২ জুলাই থেকে নিখোঁজ ছিলো নাজু। ওই দিন কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। শুক্রবার বিলে তার মরদেহ ভেসে থাকতে দেখে ঘাগুটিয়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে তার শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রসুল আহমেদ নিজামী জানান, নাজুর বিরুদ্ধে ছয়-সাতটি মাদকের মামলা আছে। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com