১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো.নুরুল ইসলাম (৩৮) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুরুল ইসলাম জেলার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুরের সৈয়দ আলীর ছেলে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন জানান, নুরুল ইসলাম একটি মাদক মামলার দেড় বছরের বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। গত একমাস আগে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সকালে ফজরের নামাজের পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com