১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

করোনা ভাইরাস ও আসমানি গায়েবী গজব থেকে রক্ষা পেতে গাওয়ালা শিন্নির আয়োজন

স্টাফ রিপোর্টার:

বৈশ্বিক করোনা ভাইরাস মহামারি ও আসমানি গায়েবী গজব থেকে রক্ষা পেতে ব্রাহ্মণবাড়িয়ায় গাওয়ালা শিন্নির আয়োজন করা হয়েছে।

শনিবার দুপুরে শহরে পশ্চিম কাজীপাড়ায় এ দোয়ার আয়োজন করা হয়। পশ্চিম কাজীপাড়া, সরকারপাড়া, বেপারী পাড়া যুবকদের উদ্যোগে এ আয়োজনে উপস্থিত ছিলেন, পৈরতলা ও কাজীপাড়া ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক জীবন, শাহ মোঃ শরীফ ভান্ডারী ,একুশে টেলিভিশন ও দৈনিক সময়ের আলো এর জেলা প্রতিনিধি মীর মোঃ শাহীন, পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি হেফজুবুর রহমান শাকিল।

পরে দেশ ও দেশের কল্যানে বৈশ্বিক করোনা মহামারি, আসমানি গায়েবী গজব থেকে রক্ষা পেতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com