১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২রা এপ্রিল, ২০২৩ ইং

কসবায় ১৮ চাইনিজ কুড়ালসহ এক ব্যক্তি গেপ্তার

মোঃ রাসেল আহাম্মেদ, এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৮টি চাইনিজ কুড়ালসহ মোঃ আলমগীর হোসেন-(৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় কসবা পুরাতন বাজারের আনন্দ গ্লাস হাউজ থেকে এই কুড়ালসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর কসবা পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামের মরহুম আবদুল মালেকের ছেলে ও আনন্দ গ্লাস হাউজের মালিক। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় কসবা পুরাতন বাজারের আনন্দ গ্লাস হাউজে অভিযান চালিয়ে ১৮টি চাইনিজ কুড়ালসহ দোকান মালিক আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আলমগীরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, কোন নাশকতার জন্য কুড়ালগুলো এখানে আনা হয়েছিল কিনা তা তদন্ত করা হচ্ছে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com