১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

নাসিরনগরে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনবি প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির অংশ হিসেবে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক একমত বিনিময় সভা গত বুধবার অনুষ্ঠিত হয়।
বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল কবির।

ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, ব্র্যাক সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন৷

উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মুরশেদ হায়দার, শ্রীঘর এসইএফডিপি পাইলট উচ্চ বিদ্যালয়, নারী শিক্ষিকা, রেবেকা সুলতানা, কাজী, আবু আহাম্মদ, ধর্মীয় নেতা মাওঃ আঃ সামাদ, মাদরাসা সুপার মাওঃ আশরাফ উদ্দিন, ইউপি সচিব বাবুল মিয়া, ইউপি সদস্য হাবিবা বেগম, কাজল রানী দাস, নিহারা বেগম, আব্দুল হাসিম, মোঃ সাফুজ মিয়া, মোহাম্মদ আলী, মোঃ ছুরুক মিয়া, মোঃ তাউছ মিয়া, বীরেশ্বর সরকার, গোলাম হাদিস চৌধুরী, মোঃ জিয়াউর রহমান, মোঃ আব্দুল করিম, ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর উপকারভোগী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ৷

মতবিনিময় সভা পরিচালনা করেন এলসিএল ফ্যাসিলিটেটর মোঃ আলমগীর হোসেন ও এইচআরএলএস অফিসার রীমা আক্তার চৌধুরী। মতবিনিময় সভায় ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর ৩৩ বছর, ভূমি রেজিষ্ট্রেশন, নামজারী, খাজনা , ফারায়েজ, পিতামাতার ভরণপোষন, মানব পাচার বিষয়ে আলোচনা হয়।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com