Advertisement

সরাইল বিজিবির পক্ষ থেকে ৪ শতাধিক অসহায় পরিবারকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৩২।

নিউজ ডেস্ক,

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সরাইল রিজিয়ন এবং ২৫ বিজিবি কর্তৃক ৪ শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে৷ মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে
সরাইল এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্যবস্থাপনায় সরাইল সরকারী ডিগ্রী কলেজ মাঠে ৪০০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে এ ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল রিজিয়ন সদর দপ্তর ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল কাজী শামীম হাছান (পিএসসি)৷

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, সয়াবিন তৈল ও আলু এবং ইফতার সমগ্রী।

এসময় বিজিবির পক্ষ থেকে বলা হয়, রমজান মাসে সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ (পিএসসি) এবং রিজিয়ন ও ব্যাটালিয়নের অন্যান্য অফিসারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com