স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চড়া দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে চার ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজগর আলীর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত নাসিরনগর বাজারে অভিযান চালিয়ে বেশী দামে পেয়াজ বিক্রির দায়ে এবং দোকানগুলোতে সরকার নির্ধারিত বিক্রিকৃত পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ এবং ৪০ ধারায় চার ব্যবসায়ীকে অর্থদন্ড দেন।
অর্থদন্ড পাওয়া ব্যবসায়ী মনোরঞ্জন ঘোপকে ১০ হাজার টাকা, সজল দেবকে ৫ হাজার, বিশু দেবকে ৫ হাজার এবং রঞ্জন ঘোপকে ২ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ১ মাসের কারাদন্ডাদেশ দেন।
পরে ভ্রাম্যমান আদালত একই বাজারের সুশীল ঘোপের মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ওজনে কম দেয়ার অভিযোগ ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী জানান, বেশী দামে পেঁয়াজ বিক্রি করায় এবং সরকার নির্ধারিত পণ্যের বিক্রিকৃত মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৩৮,৪০ ও ৪৩ ধারায় তাদেরকে অর্থদন্ড দেয়া হয়েছে।