নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদেশী বিভিন্ন ব্রান্ডের ৪৮ বোতল মদসহ রবিউল ইসলাম মিলন-(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে কসবা পৌর শহরের সাহাপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম মিলন উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার (পূর্বপাড়) গ্রামের আমির হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, রোববার বিকেলে পৌরশহরের সাহাপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি বস্তাসহ মিলনকে গ্রেপ্তার করা হয়। পরে তার বস্তা তল্লাশী করে বিদেশী বিভিন্ন ব্যান্ডের ৪৮ বোতল মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্র আইনে মামলা দায়ের করা হয়েছে।