Advertisement

উপজেলা পরিষদ নির্বাচন নাসিরনগরে চেয়ারম্যান রোমা আক্তার, সরাইলে শের আলম

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১২৭।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। বুধবার (৮ মে) রাতে স্ব স্ব উপজেলা রিটার্ণিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষনা করা হয়। ফলাফল অনুযায়ী সরাইল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরকে (ঘোড়া) পরাজিত করে জয়ী হয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শের আলম। তিনি (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৩০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি হিসেবে রফিক উদ্দিন ঠাকুর পেয়েছেন ২৮ হাজার ৯৪৪ ভোট।

এদিকে নাসিরনগর উপজেলায় প্রথম বারের মত নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রোমা আক্তার। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৯শ ১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সদ্য বিএনপি থেকে বহিস্কৃত নেতা ওমরাও খান (আনারস)। তিনি পেয়েছেন ১৮ হাজার ৩৮০ ভোট।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com