Advertisement

১ রাতে তিন দোকানে চোরের হানা ,ব্যবসায়ীদের মাঝে আতংক

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮০৭।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার পয়াগ নরসিংসার বোর্ড জাজার এলাকায় এ চুরির ঘটনা ঘটে। চেরেরা এ সময় বাজারের জেনারেল স্টোর , ফল ও মোবাইলের তিনটি দোকানে চুরির চেষ্টা চালালেও ২ টিতে সফল হয়।

এ সময় বাজারের খোকন মিয়া ও ওহিদ দোকান থেকে ৩০ কার্টুন সিগারেট ও নগদ টাকা সহ প্রায় ১ লাক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

দোকানের মালিক খোকন মিয়া জানান, রাত ১১ টায় তিনি দোকান বন্ধ করে বাসায় যান। আজ বুধবার সকালে দোকান খুলে সব কিছু এলোমেলো দেখতে পান । চোরেরা তার দোকানের টিনের চাল খুলে এ সব মালামাল নিয়ে যায়।

অপর দোকানদার যুবায়ের জানান, তার মোবাইলের দোকানে চুরির চেষ্টা চালালেও ভিতরে রড থাকায় প্রবেশ করতে পারেনি। তিনি আরো জানান, এ আগেও তার দোকানে ২ বার চুরি হয়েছে। ৩ জন পাহারাদার থাকার পরেও চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক দেখা দিয়েছে।

এ ব্যাপারে নরসিংসার বোর্ড বাজারের সভাপতি আব্দুর রহমান জানান, চুরির বিষয়টি নিয়ে করনীয় ঠিক করতে ব্যবসায়ীদের বৈঠক ডাকা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার এ এস আই বাপন চন্দ্র দাস জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com