Advertisement

নিখোঁজ শান্তার সন্ধান চায় পরিবার, থানায় জিডি

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭৪৭।

মানবিক সংবাদ

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা আক্তার (১৫) নামে এক কিশোরী ৩ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। সে সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের বেইাইর গ্রামের মোঃ আলী আজ্জম মিয়ার মেয়ে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, গত ৯ নভেম্বর সকালে সদর উপজেলা বেহাইর থেকে গ্রামের বাড়ি বিজয়নগর উপজেলা দত্তখলার উদ্দেশ্যে রওয়ানা হয়। পরে খোঁজ নিয়ে জানা গেছে সে বাড়ীতে পৌঁছায়নি। এর পরে আতœীয় স্বজনদের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শান্তার মুখমন্ডল হালকা গোল, গায়ের রং উজ্জল শ্যামলা, পড়নে বোরখা, কালো উড়না ও গোলাপী রংয়ের সেলোয়ার কামিজ পরিহিত ছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এ,এস,আই মোঃ সোহরাব হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্তের কাজ চলছে। সন্ধান পাওয়া মাত্রই কিশোরীর পরিবারকে জানানো হবে।

যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পান তাহলে নিম্ন ঠিকানায় দয়া করে যোগাযোগ করা জন্য অনুরোধ করা হল ।

নাম মোছাঃ শান্তা আক্তার (১৫)
পিতা- মোঃ আলী আজ্জম
গ্রাম: বেহাইর
ডাকঘর: ঘাটুরা
উপজেলা: সদর ব্রাহ্মণবাড়িয়া।
জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

মোঃ সাদ্দাম হোসেন বড় ভাই মোবাইল: ০১৮৫৪-১০৩১৫৫,মোঃ সালমান হোসেন ছোট ভাই মোবাইল: ০১৭৩৪-৬২৪৮৫৭, মো: আলী আজ্জম বাবা মোবাইল: ০১৬২৫-৯১৩৭৯৯।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com