ভোজ্যতেল, চাল, ডাল ও পেয়াজসহ খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও গ্যাস, পানি, বিদ্যুতের মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধদিবস হরতাল করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জেলা শাখা। সোমবার সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা হরতালে দলের নেতৃবৃন্দরা শহরের টি,এ রোড, কাচারি পাড়, মসজিদ রোড, হাসপাতাল রোডসহ বিভিন্ন প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছল করে।
তবে কোথাও কোনরকম পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহরিয়ার মোঃ ফিরোজ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ সম্পাদক আছমা খানমসহ দলের নেতৃবৃন্দ। এদিকে হরতাল হওয়ায় সকাল থেকেই শহরের বেশ কিছু দোকান পাট বন্ধ ছিল এবং সীমিত পরিসরে যানবাহন চলাচল করে। তবে বেলা বাড়ার সাথে সাথে অন্যান্য দিনের মতই স্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা যায়।