স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ এনামুল হাসান, ডাক্তার সুবল চন্দ্র সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।
এই কার্যক্রমের আওতায় পৌর এলাকার ৯ মাস থেকে ১০ বছর বয়সের ৬৫ হাজার ৩৫০ জন শিশুকে এবং পর্যায়ক্রমে জেলায় প্রায় ১০ লাখ শিশুকে এই হাম-রুবেলা টিকা দেয়া হবে।
সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, প্রচলিত টিকার বাইরে হাম-রুবেলা প্রতিরোধে অতিরিক্ত টিকা হিসেবে এই টিকা দেয়া হচ্ছে।