নিউজ ডেস্ক,
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার হেলথ এসিসটেন্ট এসোসিয়শনের সভাপতি আরশাদুল ইসলামের সিভিল সার্জনের কাছে স্মারকলিপিটি পৌঁছে দেন।
এ সময় আলী আকরাম খন্দকার স্বপন, জসিম উদ্দিন, রুবেল মিয়া, মনির হোসেন সহ জেলার ৯ উপজেলার হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বেতন বৈষম্য দ‚রীকরণের জন্য নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগবিধি সংশোধন পূর্বক স্ব্যাস্থসহকারীগণের নিয়োগের যোগ্যতা স্নাতক পাশ নির্ধারণ, বেতন স্কেল ১৩ তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ টেকনিক্যাল পদ মর্যাদা প্রদানের দাবী জনানো হয়।