নিউজ ডেস্ক,
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, দলের কারো যদি নৌকা নিয়ে দ্বিমত থাকে তাহলে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারবো না, করবো না। তিনি শনিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় গণপূর্ত মন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিগুলোর অবস্থা খুবই খারাপ। বিগত জাতীয় সংসদ নির্বাচনে কোথাও কোথাও ওয়ার্ড কমিটির নেতারা নৌকার বিরুদ্ধে কাজ করেছে।
তিনি আরো বলেন, দলীয় নেতা-কর্মীদের নৌকার পক্ষে অন্ধভাবে কাজ করতে হবে। কোন ব্যক্তি নৌকা পেল সেটি বড় কথা নয়। দলের প্রতীক নৌকা, এটাই বড় বিষয়। এসব নানা বিবেচনার কারণেই উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ পর্যায় থেকে নৌকা মার্কা উঠিয়ে দেয়া হয়েছে। এ বিষয় গুলো খেয়াল রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
মন্ত্রী বলেন, দলের সব চেয়ে কঠিন সময় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সে সময় যদি গোষ্ঠী দ্বন্ধ বা নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয় মীমাংমা করতে করতে আমাদের সময় চলে যায়, তাহলে সেই লোক দিয়ে দল করার কোনো প্রয়োজন নেই। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য হিসেবে বলতে চাই, দ্বিচারিতা এইসব লোক দিয়ে দল করার কোনো প্রয়োজন নেই।
পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মুসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া।