Advertisement

আট ঘন্টা পর আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮১।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় আট ঘন্টা পর ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (০৯ এপ্রিল) পৌনে নয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাষ্টার মো: জসিম উদ্দিন জানান, আখাউড়া রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেনের উদ্ধারকারী দল ভোর রাত চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছে কনটেইনার ট্রেনের ক্ষতিগ্রস্ত একটি বগির দুটি চাকা মেরামত করে চালিয়ে নিয়ে যায়। পরে এক কিলােমটার ক্ষতিগ্রস্ত রেললাইনের বিভিন্ন অংশ মেরামত করা হয়। প্রায় আট ঘন্টা পর ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম পথের চলাচলকারী ট্রেনগুলো এক ঘন্টা থেকে আধা ঘন্টা বিলম্বে হয়।

প্রঙ্গগত, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা একটি কনটেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকা অতিক্রম করার পর একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com