নিউজ ডেস্ক,
মানবিক সহায়তা সংগঠন সুহৃদ ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে ৩৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷ সোমবার (২৫ ডিসেম্বর) সকালে পৌরশহরের কুমারশীলমোড়ে অবস্থিত সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়৷
এতে প্রধান অতিথি ছিলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের মেম্বার ডা. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী৷ অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷
অন্বেষা বিদ্যাপিঠ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথের সভাপতিত্বে ও বিশিষ্ট ঠিকাদার লায়ন এটিএম ফয়েজুল কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বারের সাবেক সভাপতি শফিউল আলম লিটন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, বরিশাল জেলা জজ প্রশাসনিক ট্রাইবুনালের সদস্য অরুণাভ চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন সুহৃদ ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্নদ্রষ্টা প্রকৌশলী এ.এফ.এম আনিসুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়েরা৷
এসময় বক্তারা সুহৃদ ব্রাহ্মণবাড়িয়ার আজকের এ উদ্যোগকে সাধুবাধ জানিয়ে সংগঠনের সফলতা কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে সুহৃদ ব্রাহ্মণবাড়িয়ার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন৷ পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন৷