নিউজ ডেস্ক,
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে ডাবের দাম। এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় ডাবের দোকানগুলোতে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসান জানান, ডাবের বাজারদর স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাবের ক্রয়মূলের রশিদ সংরক্ষণ না করা এবং বাড়তি দরে বিক্রি করায় দুই ডাব ব্যবসায়ীকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।