Advertisement

আইনমন্ত্রীর সাথে কুশল বিনিময় করায় বৃদ্ধকে মেয়র কাজলের ধমক, ছাড় দেননি বৃদ্ধও

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭৩।

নিউজ ডেস্ক,

আইনমন্ত্রী এড. আনিসুল হক এমপি সাধারণ মানুষের সাশে নিয়মিতই মিশেন। কারণে অকারণে অনেককেই তিনি কাছে টেনে নিয়ে কুশল বিনিময় করেন। এছাড়া তিনি সাধারন মানুষের ফোন ধরেন- এমন বিষয় সারা দেশেই আলোচিত আছে। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্ত্রীর সাথে কুশল বিনিময় করেছিলেন মোঃ ফারুক খাদেম নামে এক ব্যক্তি। মন্ত্রী বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও ক্ষেপে যান আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল। ছাড় দেননি ফারুক খাদেমও। আপনি সব সময় এমন করেন- বলে তেড়ে আসা মেয়রকে দুইবার ধাক্কা দেন ফারুক আহমেদ।

মন্ত্রী আখাউড়া পৌর এলাকার খড়মপুরে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিলে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত লোকজন ভ্যাবাচেকা খেয়ে যান। বিষয়টি নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়। অনেকেই এ জন্য মেয়রকে দোষারোপ করতে থাকেন।

অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানায়, মেয়রকে ধাক্কা দেওয়ার বিষয়টি শুনতে খারাপ লাগলেও এর আগের ঘটনা ছিলো আরো বেশি আপত্তিকর। মন্ত্রী মহোদয় সজ্জন মানুষ। তিনি সাধারণ মানুষের সাথে মিশতে পছন্দ করেন। যে কারণে সাধারণ মানুষও সাহস করে এগিয়ে যায়। এ অবস্থায় খড়মপুরেরই বাসিন্দা ও মেয়রেরও পরিচিত ব্যক্তি ফারুক খাদেম মন্ত্রীর সাথে কুশল বিনিময় করায় যেভাবে ধমকানো হলো এবং তেড়ে আসা হলো সেটাও ছিলো বেশ দৃষ্টিকটু। এতে মন্ত্রীরই ইমেজ নষ্ট হবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com