Advertisement

সদর থানার জব্দ মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেন এসআই জামির

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৩২০।
এনবি ডেস্ক:
টাকার জন্য এক দফতরির কানের পর্দা ফাটিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রত্যাহার হওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম এবার থানা ভবন থেকে জব্দ মোটরসাইকেল নিয়ে গেছেন। এ ঘটনায় রোববার (১৭ নভেম্বর) রাত থেকে পুলিশের হেফাজতে রয়েছেন তিনি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা থেকে প্রত্যাহার হওয়ার পর রাঙামাটির বরকল থানায় যোগ দেন এসআই জামিরুল। এরপর গত ১১ নভেম্বর হাইওয়ে পুলিশের সদর দফতরে যোগ দেন তিনি।

সূত্র আরও জানায়, এরপর বিভাগীয় মামলায় সাক্ষী দিতে এসে রোববার (১৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভবন থেকে কাউকে না বলে জব্দকৃত একটি মোটরসাইকেল নিয়ে যান।

এ সময় থানা ফটকের পাহারায় থাকা কনস্টেবল সালাউদ্দিন তাকে বাধা দেন। কিন্তু জামিরুল সেই বাধা না মেনে মোটরসাইকেল নিয়ে চলে যান। পরে রাতে তাকে নিজেদের হেফাজতে নিয়ে আসে সদর মডেল থানা পুলিশ।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর আগে সদর মডেল থানায় কর্মরত অবস্থায় গত ৩ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের খাকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি মো. উবায়দুল্লাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টাসহ তাকে মারধর করেন এসআই জামিরুল ইসলাম।

পরে আড়াই হাজার টাকা দিয়ে ছাড়া পান বলে অভিযোগ করেন উবায়দুল্লা। এ ঘটনায় গত ৫ আগস্ট জামিরুলকে প্রত্যাহার করা হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com