স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় ইপিলিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এর কাছে এই চিকিৎসা সামগ্রী প্রদান করেন শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী কমিটির সাবেক সদস্য মোঃ মাসুকুল কবীর।
চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে পিপিই, আই প্রটেকশন গ্লাস, এন-৯৫-মাস্ক, হ্যান্ড গ্রাভস্, স্যানিটাইজার, থার্মোমিটার, সেভলন ও জুতা।
চিকিৎসা সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
