ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর বুধন্তী থেকে অভিনব পদ্ধতিতে মুরগীর খাচার পিক আপের অভ্যন্তরে লুকিয়ে রাখা ২৫ কেজি গাঁজাসহ মামা-ভাগিনাসহ ৩ জনকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের খবর পেয়ে ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে আভিযানিক দল রবিবার বিকাল ৪ ঘটিকা সময় বিজয়নগর উপজেলা বুধন্তী ঢাকা-সিলেট মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন। এসময় একটি পিকআপকে সন্দেহ হলে পিকআপটিকে থামিয়ে তল্লাশী করলে অভিনব পদ্ধতিতে লুকানো ২৫ কেজি মাদকদ্রব্য গাঁজা, ও পিকআপ গাড়িটি এবং মাদক বিক্রির নগত ৩৫,৮০০ টাকা আটক করা হয়। এসময় মাদক পাচারকারী মোঃ কবির আহম্মেদ (৩৩), পিতা-মৃত জহুর আলী, সাং-পরমানন্দপুর, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, আব্দুল খালেক (৪২), পিতা-মৃত আজিজুল হক, সাং-নাপ্তারচর (মোড়া কান্দি), থানা-ইসলামপুর, জেলা-জামালপুর, মোঃ আকাশ (১৫), পিতা-আতিকুল ইসলাম, সাং-বড়ই ছড়া, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’সহ পিকআপটি আটক করা হয়। আটককৃত পিকআপটি তল্লাশী করে উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১২,৫০,০০০/- টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।