Advertisement

আখাউড়ায় নারীকে জবাইয়ের পর পুড়িয়ে দেয়া হয় লাশ, যুবলীগ নেতা পুত্র গ্রেপ্তার

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩৪।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শারমীন বেগম প্রকাশ হরলুজা বেগম-(৪৭) নামে এক মহিলাকে জবাইয়ের পর তার লাশ গর্তে ঢুকিয়ে পুড়িয়ে দেয়ার সময় ফারহান ভ‚ইয়া রনি-(৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে ওই মহিলার লাশ পুড়ে কয়লা হয়ে গেছে। নিহত শারমীন বেগম প্রকাশ হরলুজা বেগম উপজেলার হীরাপুর গ্রামের নূরুল ইসলাম বেপারীর স্ত্রী।

গ্রেপ্তারকৃত ফারহান ভূইয়া রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ ভূইয়ার ছেলে।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) জাহির মিয়া জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে সোমবার রাতে একটি রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকালে হাঁসের মালিক এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল হাঁস খুঁজতে এসে দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ ভূইয়ার জায়গায় একটি পরিত্যক্ত টিনশেডের ভাঙ্গা ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন।

ৎএ সময় সেখানে থাকা ফারহান ভ‚ইয়া রনি জানায় সে পাতা পুড়ছে। এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কি হচ্ছে তা তারা দেখতে যান। এ সময় ফারহান ভ‚ইয়া রনি ক্ষুব্দ হয়ে তাদেরকে মারার হুমকি দেয়। এতে সন্দেহ ঘনীভ‚ত হলে তারা গ্রামের লোকজন গিয়ে ঘরের ভেতরে করা গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মাথাবিহীন পোড়া কঙ্কাল উদ্ধার করেন।

পরে পুলিশ গ্রেপ্তারকৃত ফারহান ভূইয়া রনির দেয়া তথ্য মতে স্থানীয় একটি পুকুর থেকে শারমীন বেগম প্রকাশ হরলুজা বেগমের মাথা উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা ওবায়দুল্লাহ বলেন, লাশ যেভাবে পুড়িয়ে বীভৎস করা হয়েছে, এতে চিনার উপায় নেই এটি নারী না পুরুষের লাশ। তবে হাতে একটি চুড়ি থাকায় পুলিশ নিশ্চিত হয় যে এটি একটি নারীর লাশ। তিনি এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, শারমীন বেগম প্রকাশ হরলুজা বেগমকে জবাই করে তার লাশ পুড়িয়ে দেয়া হয়। লাশের বেশীর ভাগ অংশ পুড়ে গেছে। মাথা বিচ্ছিন্ন ছিলো, হাতে চুড়ি থাকায় লাশটি নারীর বলে প্রথমে ধারণা পাওয়া গিয়েছিল। গ্রেপ্তারকৃত ফারহান ভ‚ইয়া রনির দেয়া তথ্য মতে হরলুজা বেগমের বিছিন্ন মাথা একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। তিনি বলেন, ফারহান ভ‚ইয়া রনি ভোর বেলায় তাকে ডেকে এনে এখানে জবাই করে হত্যা শেষে লাশ পুড়িয়ে দেয়ার চেষ্টা করে।

তবে কি কারণে ওই নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে বীভৎসভাবে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় ফারহান ভ‚ইয়া রনি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে রনি মাদকাসক্ত। সে উল্টাপাল্টা কথা বলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান জিজ্ঞাসাবাদে ফারহান রনি একেক সময় একেক কথা বলছেন, যার কারনে খুনের সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না। আরো অধিক তদন্ত করে এবং জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com