Advertisement

যুবক গুম হওয়ার ঘটনায় মামলা নেয়নি থানা, মানববন্ধন ও বিক্ষোভ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৪৪।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবক গুম হওয়ার ঘটনায় থানা মামলা না নেওয়ায় পাশাপাশি গুমের শিকার আতিকুল ইসলাম কে ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তার পরিবার।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে গুম হওয়া আতিকের পরিবারের সদস্যসহ বিপুল সংখ্যাক মানুষ অংশ নেয়। বক্তব্য রাখেন আতিকের স্ত্রী নাসিমা ইসলাম তার মেয়া রিদী ইসলাম সহ সচেতন নাগরিক বৃন্দের প্রতিনিধিরা।

এসময় তারা বলেন, নিখোঁজ আতিকুল ছাত্রদলের একজন একনিষ্ট সমর্থক ছিলেন। ২০১২ সালে ১৩ অক্টোবর মাসে শহরের কাজীপাড়া এলাকার নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা পুলিশ সহ বিভিন্ন জায়গায় ধর্না দিলেও দীর্ঘ ১ যুগেও তার সন্ধ্যান মিলেনি। এ বিষয়ে পরিবারের পক্ষে থেকে ২৮শে আগষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে টালবাহানা করছে। তারা দ্রুত সরকারের নিকট নিখোঁজ আতিকুকে পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন জানান, নিখোঁজের পরিবারের কাছে কিছু তথ্য চাওয়া হয়েছে। এগুলো পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com