নিউজ ডেস্ক,
কোটা সংস্কার ও কর্মসংস্থানের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ওস্তাদ আলাউদ্দিন খাঁ বিগ্রেডের আহ্বায়ক এড.নাসির মিয়া, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকারসহ সাধারণ শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে কোটার কারণে মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে। ৫৬শতাংশ কোটার কারণে সাধারণ শিক্ষার্থীরা কোথাও সুযোগ পাচ্ছে না। তাই দ্রুত কোটার সংস্কার করে সাধারণ শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার দাবী জানান তারা।