নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাড়পত্র না নিয়ে অবৈধ ভাবে ইটভাটা চালানোর দায়ে মেসার্স সুবর্ণ ব্রিকস নামক এক ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স সুবর্ণ ব্রিকসকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক বিশাল চক্রবর্ত্তী জানান, জেলার সদর উপজেলা ও সরাইল উপজেলায় বিভিন্ন ইটভাটায় সোমবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় মেসার্স সুবর্ণ ব্রিকসে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে ইটভাটায় ইট প্রস্তুতের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩, (সংশোধিত ২০১৯) অনুসারে সুবর্ণ ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা এবং আরো ৫টি ইটভাটার মালিককে সরকারি আইন মেনে ইটভাটা পরিচালার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানকালে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর সহকারি পরিচালক বিশাল চক্রবর্ত্তী পুলিশ উপস্থিত ছিলেন।