১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

পাহারাদারকে বেঁধে এলপি গ্যাস সিলিন্ডার গোডাউন লুটের চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোরে পাহারাদারের হাত-পা বেঁধে এলপি গ্যাসের গোডাউন লুটপাটের চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কুট্টাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, কুট্টাপাড়া এলাকায় সেনা এলপি গ্যাস ডিপো রিফাত ট্রেড এজেন্সির গোডাউন রয়েছে। সেখানে ভোর রাতে দূর্বৃত্তরা ঢুকে পাহারাদারের মুখে গামছা দিয়ে ডেকে ফেলে। এসময় তারা পাহারাদারে হাত-পা বেঁধে গ্যাস সিলিন্ডার লুট করার চেষ্টা করে। পরে পাহারাদার তার হাতে থাকা টর্চলাইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

সেনা কল্যাণ সংস্থার সেনা এলপি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশনের মালিক জিয়াউল আমিনের ছেলে রিফাত বিন জিয়া বলেন, আমাদের ডিপো লুটপাট করার চেষ্টা করা হয়েছে। এর সিসিটিভি ফুটেজ রেকর্ড আমাদের কাছে সংরক্ষিত আছে। ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, সরাইল ও উপজেলার অরুয়াইলে ডিস্ট্রিবিউশন অফিস আছে। এরআগেও অরুয়াইল-রানিদিয়া বাঁশের সেতুর উপর থেকে আমার বাবার কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এই ঘটনায় আমরা করে মামলা দায়ের করেছি। সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, এমন একটি ঘটনা ইতিমধ্যে শুনেছি। তবে ডিস্ট্রিবিউশনের কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়নি।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com