Advertisement

সরাইলে ৫৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১১৮২।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫৮ কেজি গাঁজাসহ মোঃ রাসেদ নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪- এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর চৌরঙ্গীর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় গাঁজাবহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। মাদক ব্যবসায়ী রাসেদ জেলার বিজয়নগর উপজেলার সেজামোড়া গ্রামের সাফিক উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে গনমাধ্যম কর্মীদের কাছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চৌরঙ্গীর মোড়ে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান আটক করে।

পরে কাভার্ডভ্যানটি তল্ল¬াসী করে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com