১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

যুক্তরাজ্য সংগঠনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি যুক্তরাজ্য সংগঠনের উদ্যোগে ৪৫০ জন অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের কাজীপাড়া আইডিয়াল হাই একাডেমী স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে দুধ, সেমাই, চিনি, পেলাও চাউল, তৈল, সুজি ,আটাসহ নানা উপকরণ।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এড. মোঃ লোকমান হোসেন। কাজীপাড়া ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ সাংবাদিক মীর মোঃ শাহীন, সিটি মডেল কলেজের প্রেন্সিপাল মোঃ মোস্তফা কামাল, সিম্ফোনি মোবাইলে এর জোনাল ম্যানেজার মোঃ সামসু উদ্দিন, মোঃ ইয়াছিন মিয়া,মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।

বক্তারা, সংগঠনটির উদ্যোগকে সাধুবাদ জানান এবং অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ ৪৫০ জন অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com